Top

সিরাজগঞ্জে শিক্ষকের বাড়িতে বোমা রেখে মোবাইলে হুমকি!

০৪ জুলাই, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শিক্ষকের বাড়িতে বোমা রেখে মোবাইলে হুমকি!
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়া গ্রামের কলেজ শিক্ষক আব্দুল গফুরের (৫৪) বাড়িতে বোমা রেখে মোবাইলে হুমকি দেয়ার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে বাড়ির প্রধান ফটকসহ বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে ওই কলেজ শিক্ষকের মোবাইল নম্বরে ফোন করে অপরপ্রান্ত থেকে বলা হয় ‘তোর বাড়ির খাবার ঘরের মিটসেলফের নিচে বোমা রাখা আছে। দেখা না করলে তোকে উড়িয়ে দেয়া হবে এবং পরে কথা হবে বলে ফোন কেটে দেয়া হয়। মোবাইলে কথা বলার পরই ওই কলেজ শিক্ষকের স্ত্রী মিটসেলফের নিচে একটি কার্টুন দেখতে পায়। এ কার্টুন সরনোর পর নিচে স্কচটেপে মোড়ানো তারযুক্ত একটি বোমা সাদৃশ্য বস্তু দেখা যায়।

এতে ওই পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। সোমবার সকালে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তাৎক্ষনিকভাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়টি উর্ধতন পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এটি বোমা কি না সেটি নিশ্চিত করতে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে রওনা হয়েছেন। রাতেই এ দলটি ঘটনাস্থলে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে মোবাইল থেকে ফোন করা হয়েছে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সেই নাম্বারটির খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

শেয়ার