Top

গাজা-ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

০৬ জুলাই, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
গাজা-ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আর আই রাজিব, ঝিনাইদহ :

ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ফরিদপুর সদর উপজেলার রামখন্ড গ্রামের হাশেম মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮) ও চতলসেনপাড়া গ্রামের মন্টু শেখের ছেলে ওবায়দুর রহমান।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান জানান, মাদক বিক্রির খবর পেয়ে সাধুহাটি এলাকার ধর্মতলায় অভিযান চালালে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে ওবাইদুর রহমান ও শামীম মোল্লাকে আটক করে তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিল।

এই ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য ঈদুল আজহা সামনে করে ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে পরিসংখ্যানে বলা হচ্ছে।

শেয়ার