Top

কারিকুলাম না মেনে ডায়াগনস্টিক সেন্টার, টিনের চালাতেও মিলেছে লাইসেন্স

০৬ জুলাই, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
কারিকুলাম না মেনে ডায়াগনস্টিক সেন্টার, টিনের চালাতেও মিলেছে লাইসেন্স
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

সরকারি নিয়ম-কানুন না মেনেই চলছিল ডায়াগনস্টিক সেন্টার। পরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর লাইসেন্সের আবেদন করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর খোয়াড়মোড় বাজারের নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টার। যাচাই-বাছাই শেষে গত ২৮ জুন প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷

স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কারিকুলাম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও টিনের চালার নিচে সেবা দিয়েও নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টার পেয়েছে লাইসেন্স। অবাক করার বিষয়, স্বাস্থ্য অধিদপ্তরের সিংহভাগ নিয়ম-কানুনের নূন্যতম রক্ষা করতে পারেনি প্রতিষ্ঠানটি। অথচ দেয়া হয়েছে লাইসেন্স।

সরেজমিনে পরিদর্শন ও অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরে লাইসেন্সের আবেদনে দেয়া বেশিরভাগই মিথ্যা বা ভুল তথ্য দেয়া হয়েছে। আবেদনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল প্রদানকারী হিসেবে নাম রয়েছে ডা. মোসা. সোহেলী নাজনীন সাথীর। সেখানে উল্লেখ করা হয়েছে তিনি নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টারের স্থায়ীভাবে কর্মরত। অথচ দীর্ঘদিন ধরে তিনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। নিয়ম অনুযায়ী, সরকারি হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় কেউ কোন প্রাইভেট প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কাজ করতে পারবেন না।

এবিষয়ে ডা. মোসা. সোহেলী নাজনীন সাথী মুঠোফোনে বলেন, আমি বর্তমানে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরিরত অবস্থায় রয়েছি। তাই অন্য কোথাও স্থায়ীভাবে কাজ করার কোন সুযোগ নেই। তবে নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টার পার্টটাইম কাজ করতাম। এর সূত্র ধরেই তারা আমার কাছে আমার কাগজপত্র নিয়েছে আবেদনে সংযুক্ত করার জন্য।

স্বাস্থ্য অধিদপ্তরে লাইসেন্স আবেদনে নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টার উল্লেখ করেছে, হালনাগাদ ট্রেড লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও ভ্যাট রেজিষ্ট্রেশন রয়েছে তাদের। অথচ সরেজমিনে গিয়ে তা দেখতে চাইলে দেখাতে পারেনি প্রতিষ্ঠানটিতে থাকা দায়িত্বরতরা। এছাড়াও মোট মেঝের আয়োতন ১৫০০ বর্গফুট, মূল ল্যাবের আয়োতন ৬০০ বর্গফুট ও আলট্রাসোনো কক্ষ ৩০০ বর্গফুট দাবি করলেও তার এক-তৃতীয়াংশও নেই। তথ্য সংগ্রহ কক্ষ ও রোগীর অপেক্ষমান স্পেস থাকার মিথ্যা তথ্যটিও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স আবেদনে। অথচ এসবের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টার স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স আবেদনে উল্লেখ করেছিল, তাদের মহিলা ও পুরুষ টয়লেট পৃথক রয়েছে। কিন্তু সরেজমিনে গেলে তা দেখাতে পারেনি তারা। এছাড়াও ল্যাবের মানসম্মত কার্যক্রম পরিচালনার জন্য কোয়ালিটি ম্যানেজার, ল্যাব পরীক্ষা সমূহের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, ল্যাবের রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ল্যাবের অটোমেশন, ল্যাবের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইন্টারনাল অডিট সিস্টেম ও ল্যাব সেবা সম্পর্কিত রোগীদের মতামত জানার জন্য যথাযথ ব্যবস্থা থাকার দাবি করে লাইসেন্সের আবেদনে। অথচ এসবের কোন বালাই নেই নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টারে।

নূন্যতম কারিকুলাম না মেনেও কিভাবে লাইসেন্স পেয়েছে প্রতিষ্ঠানটি? এমন প্রশ্নের উত্তরে নিউ পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টারের মালিক ডা. মো. আব্দুস সামাদের বড় ভাই ও বর্তমানে ডায়াগনস্টিক সেন্টারটির তত্বাবধায়ক জানান, আবেদনের পর সিভিল সার্জন নিজে এসে পরিদর্শন করেছেন। তার পাঠানো প্রতিবেদনের ভিক্তিতেই স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স প্রদান করেছেন।

মুঠোফোনে পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টারের মালিক ডা. মো. আব্দুস সামাদ বলেন, নিয়ম-কানুন মেনেই ডায়াগনস্টিক সেন্টারটি চালু ছিল এবং এসই তথ্যই স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সে উল্লেখ রয়েছে। খুব শীগ্রই নতুন ভবনে পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টারের শুরু হবে। যা পরিদর্শনের সময় সিভিল সার্জন মহোদয়কে জানানো হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ভবনে ডায়াগনস্টিক সেন্টারের সেবা প্রদান করা হবে।

এবিষয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুর রশীদ বলেন, কারিকুলাম অনুযায়ী সম্পূর্ণভাবে নিয়ম-কানুন মেনে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক খুঁজে পাওয়া যাবে না। দেশের ৭৩ শতাংশ মানুষ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় কিছুটা ছাড় দিতেই হয়। তবে পপুলার মেডিসিন কনসালটেশন সেন্টারটি নতুন ভবনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরেজমিনে গিয়ে যা পাওয়া গেছে সে অনুযায়ী প্রতিবেদন পাঠানো হয়েছিল। লাইসেন্স প্রদানের বিষয়টি সম্পূর্ণভাবে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন।

 

শেয়ার