Top
সর্বশেষ
প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা

মাগুরায় যুবলীগ নেতাকে হাতুর দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

১২ জুলাই, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
মাগুরায় যুবলীগ নেতাকে হাতুর দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরায় রাতের আঁধারে মো. ইমরান মৃধা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এতে ওই যুবলীগ নেতার ডান পা ভেঙে গেছে। একইসঙ্গে তার বাড়ি-ঘরে ভাঙচুর চালানো হয়েছে।

রোববার দিবাগত রাতে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদের গাতি গ্রামের ছোটখইতলা বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটেছে।

এ সময় আরও কয়েক জন আহত হয়েছেন। তারা হলেন- মো. ইমরান মৃধা (৩৬), নাসির মৃধা (২৮) সিদ্দিক মোল্ল্যা (৪০) ও মঞ্জুয়ারা বেগম (৬৫)। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইমরান মৃধা অভিযোগ করেন, পূর্ব শুত্রুতার জের ধরে বর্তমান রাজা চেয়ারম্যান এনামুল কবীর রাজা ও তার লোকজন মিলে তার উপর এই হামলা চালিয়েছে। তার সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ও পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। ডান পা ভেঙে দিয়েছে।

তিনি আরও জানান, এর আগেও রাজা চেয়ারম্যান ও তার লোক তাকে হত্যার চেষ্টা করেছে। এলাকায় সামাজিক ও রাজনৈতিক বিরোধের সূত্র ধরে একাধিক বার তার উপর হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, হামলাকারীরা আমার হাত-পা ভেঙ্গেও শান্ত হয়নি। আমার পাকা বাড়ি, টিভি, ফ্রিজসহ মোট ৭টি বাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুট করেছে। আমার বাড়ির ব্যাপক ক্ষতি করেছে। এদের শাস্তির দাবি করছি। এ সময় নাসির মৃধা, সিদ্দিক মোল্ল্যা, মঞ্জুয়ারা বেগম আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাজা চেয়াম্যান বলেন, কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে এবং বাড়িতে হামলা করেছে সে সম্পর্কে আমি কিছু জানি না। বিশেষ করে আমার শরীর ভাল ছিল না। যে কারণে আমি বিষয়টি জানি না।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে সাবেক চেয়ারম্যান খন্দাকার মহমত আলীর সমর্থক ও বতর্মান চেয়ারম্যান এনামুল হক রাজার লোকজনের মধ্যে সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার