Top

সিরাজগঞ্জের যানজট মুক্ত সড়ক দিয়ে স্বস্তিতে ফিরছে মানুষ

১৩ জুলাই, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জের যানজট মুক্ত সড়ক দিয়ে স্বস্তিতে ফিরছে মানুষ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

ঈদ শেষে প্রিয়জনদের ছেড়ে একেবারে ভিন্ন চিত্রে নির্ঝঞ্জাট সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের আগে যানজট আর অবর্ণনীয় দুর্ভোগকে সাথী করে ঘরে ফিরেছে বঙ্গবন্ধু সেতু পারাপারের যাত্রীরা।

দীর্ঘ যানজটের কারণে ৩ ঘণ্টার পথ ১৪ থেকে ১৫ ঘণ্টা সময়ে পাড়ি দিয়ে এবার বাড়ি ফিরে ঈদ করতে হয়েছে তাদের। বুধধবার (১৩ জুলাই) ঈদের চতুর্থ দিন সকাল থেকে কড্ডার মোড়, মুলিবাড়ী নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বর হয়ে অসংখ্য যানবাহন চলাচল করতে দেখা গেলেও কোথাও ধীরগতি ও যানজটের কোন চিত্র দেখা
যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান ও সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঈদের আগেই নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটিও খুলে দেয়ার কারণে উত্তর- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষ ঈদ শেষে অনেকটা স্বস্তিতেই কর্মস্থলে ফিরতে পারছেন বলে মনে করছেন তারা।

এ ছাড়াও মহাসড়কে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দেড় শতাধিক পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম ওয়াচ টাওয়ারের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোথাও কোন দুর্ঘটনা ঘটলে সাথে সাথে দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত সরিয়ে নেয়ারও ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান এ দুই কর্মকর্তা।

শেয়ার