বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে লিটন শেখ (৩২) নামের এক পিকআপ ভ্যান চালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার ভোরে দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি মারা যান।
এর আগে শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। লিটন ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় রিতা (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রিতা ছোট কুমিড়া এলাকার রহিমের স্ত্রী। বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে লিটনের বড় বোন ডলি বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরেই মামলায় অভিযুক্ত রিতা বেগম (৩০) ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার রহিমের স্ত্রী।
এসআই হাফিজুর রহমান জানান, পূর্বশত্রুতা ও বাকবিতন্ডায় হাতাহাতির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।