Top

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২

২১ জুলাই, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২
রংপুর প্রতিনিধি :

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মোটরসাইকেল চালক ও এক বাস যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে রংপুর- দিনাজপুর মহাসড়কের পাগলাপীর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক হেলাল সরকারের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়াল কুঠি এলাকায়। বাসযাত্রী জিয়াউর রহমানের বাড়ি একই উপজেলার সততাহিরি পাড়ায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ জানায়,রংপুর থেকে সৈয়দপুরগামী শিমু-সাহেদ পরিবহনের বাসটি রংপুর সদর উপজেলার পাগলাপীরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। খাদে পরার আগে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হেলাল সরকার নিহত হন।এসময় আহত রয় তার বড় ভাই বেলাল সরকার। বাসটি খাদে পড়ে
গিয়ে নিহত হন বাস যাত্রী জিয়াউর রহমান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গুরুতর আহত বাসের ১২ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, বাসচালক পলাতক রয়েছে।

শেয়ার