নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে শনিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলার মৎস্য কর্মকর্তা বলেন, কেন্দুয়ায় চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন হচ্ছে। যা এলাকার চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি করা হচ্ছে। মাছ উৎপাদনে এ উপজেলা অনেকটা এগিয়ে রয়েছে।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা প্রমুখ।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম সাংবাদিকদের জানান, কেন্দুয়া উপজেলায় মাছের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৭শ ২৫ মেট্টিক টন। এর মধ্যে চাহিদা রয়েছে ৮ হাজার ৩শ ৯০ মেট্টিক টন।
উপজেলায় জলমহাল রয়েছে ৪৮টির মধ্যে তালিকাভুক্ত ৩৪টি। পুকুর রয়েছে ৮ হাজার ৪শ ৩০টি, নদী ৪টি, হাওর ১টি, খাল ১৩টি, বাণিজ্যিক খামার ১৫৫টি, বিল ৫৫টি, প্লাবণ ভূমি ৪০টি, মৎস্য নার্সারি ৩৯টিসহ হ্যাচারীও রয়েছে। এই সমস্ত জলাশয়ে উৎপাদিত
বিভিন্ন জাতের মাছ কেন্দুয়ার চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি করা হচ্ছে।