সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহসড়কের দুই পাশের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।
ঢাকা জোনের সম্পত্তি ও আইন কর্মকর্তা (সওজ) এর উপসচিব মোঃ কামরুজ্জামান ও সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু মনসুর আহমেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উভয় পাশে বিভিন্ন ধরনের ছোট বড় কাচা পাকা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে ব্যবসা চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে।
অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের এসব স্থাপনা অপসারনের জন্য ২০ জুলাই নোটিশ প্রদান এবং মাইকিং করা হয় সড়ক ও জনপদ বিভাগ থেকে। কিন্তু এসব অবৈধ স্থাপনার মালিকগন নিজ উদ্যোগে অপসারন না করায় রোববার সকাল ১১টা থেকে শুরু করা এ উচ্ছেদ অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাদের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলে সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এ উচ্ছেদ অভিযান চলাকালে শতশত উৎসুক জনতা ভীড় জমায় বিসিক বাসস্ট্যান্ড এলাকায়। যেকোন পরিস্থিতি সামাল দিতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়।