Top

সেই নবজাতক এখন ঢাকার ছোটমনি নিবাসে

২৯ জুলাই, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
সেই নবজাতক এখন ঢাকার ছোটমনি নিবাসে
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও বোন নিহতের পর মায়ের পেট চিড়ে রাস্তায় ভূমিষ্ঠ হওয়া সেই নবজাতক কন্যা শিশু ফাতেমার শেষ পর্যন্ত ঠাঁই হয়েছে ঢাকার ছোটমনি নিবাসে।

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে সকল অনুষ্ঠানিকতা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ড থেকে শিশুটিকে বের করে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে হস্তান্তর করেন।

এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা.ওয়ায়েজ উদ্দিন ফরাজী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো.ওয়ালিউল্লাহ, শিশুটির দাদা মোস্তাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো.ওয়ালিউল্লাহ জানান, হাসপাতালের পক্ষে এনআইসিইউ ওয়ার্ড ইনচার্জ শান্তি লতা ও ত্রিশাল সমাজ সেবা অফিসার মাহমুদুল হাসান শিশু হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেন।

তিনি আরো জানান, শিশুটির একমাত্র অভিভাবক তার দাদা-দাদি। কিন্তু তার দাদা-দাদির সংসারে শিশুটি লালন পালনের উপযুক্ত কোনো লোক না থাকায় এবং বাড়ির উপযুক্ত পরিবেশ না থাকায় জেলা শিশু কল্যাণ বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

জেলা শিশু কল্যাণ বোর্ড টানা দুইদিন দফায় দফায় সভা করে শিশুটিকে ঢাকার ছোট্টমনি নিবাসে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নেয়। সমাজসেবা অধিদপ্তরের তত্বাবধানে পারিচালিত এই নিবাসে থাকলে ছয় বছর পর্যন্ত শিশুটির থাকা খাওয়া চিকিৎসা নিয়ে কোন চিন্তা করতে হবে না। শিশুটিকে ছোট্টমনি নিবাসে পাঠানো হচ্ছে তা জেলা শিশু কল্যাণ বোর্ড ও তার পরিবারের মতামতের ভিত্তিতেই হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ১৮ জুলাই রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এনআইসিউ বিভাগে ভর্তি করা হয়। পরে সেখানে শিশুটির চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়।

সেখানে ১২ দিন নিবিড় চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে উঠে শিশু ফাতেমা। তবে ডান হাতের ভাঙা ভালো হতে আরো দুই সপ্তাহ সময় লাগবে। এমন একটা শিশুকে চিকিৎসা সেবা দেয়া গর্বের বিষয়। সবচেয়ে বড় কথা হলো শিশুটিকে সুস্থ করে আমরা কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিতে পারছি। আজ শিশুটি চলে যাওয়ায় খারাপ লাগছে। যেখানে থাকুক ভালো থাকুক সেই দোয়া করি।

শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক, প্রশাসন এবং চিকিৎসকরা আমাদের পাশে না দাঁড়ালে এতো মূল্যায়িত কোনদিন হতে পারতাম না। আমি নিজেও একজন প্রতিবন্ধী। আমার আরো দুইজন নাতি রয়েছে সকলে একটু খোঁজ খবর রাখলে আশা করি ভালো থাকব।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় শিশুটির বাবা জাহাঙ্গীর আলম, অন্তঃস্বত্বা মা রত্না বেগম ও ছয় বছরের মেয়ে সানজিদা মারা যায়।

এসময় ট্রাকের চাপায় মায়ের পেট চিড়ে রাস্তায় জন্ম নেয় এই শিশু। প্রথম দুই দিন শিশুটি নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিল। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ১৮ জুলাই রাতে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শেয়ার