Top
সর্বশেষ
এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ২ ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০

পঞ্চগড়ে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

০৫ আগস্ট, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
পঞ্চগড় প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামীলীগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন । শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর শেখ কামালসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাদ জাহান, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, এটিএম সারওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি আজিজার রহমান আজু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে শেখ কামালের জীবনীর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার