চিকিৎসার জন্য ঢাকা আসছিলেন, কিন্তু আর ঢাকা আসা হলো না। মাদারীপুরের শিবচরে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের অংশে শিবচরের পাঁচ্চর পাড় হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
শিবচরের হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ মজুমদার জানান, বরিশালের উজিরপুর থেকে ঢাকা যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। শিবচরের পাঁচ্চর পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় যানটি। এতে অ্যাম্বেুলেন্সে থাকা রোগী খাদিজা বেগম (৫৫) ও মেহেদী হাসান (১৭) ঘটনাস্থলেই মারা যান।
বরিশালের উজিরপুরের বাবরখানা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিলো। নিহত অপর ব্যক্তি মেহেদী হাসান বাবরখানা গ্রামের জালাল মিয়ার ছেলে।
শিবচরের হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ মজুমদার জানান, দুর্ঘটনার পর আহত তিন জনকে উদ্ধার করে প্রথমে শিবচরের রয়েল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।