চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় সিনিয়র আইনজীবী মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বারের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এ্যাড. শাহানুর রহমান শাহীন, সাবেক পিপি এ্যাড. হেনা কবির, জেলা বারের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তরুন, এপিপি রুহুল আমিন, হারুনুর রশিদ, মামুনুর রশিদ, এলিন প্রমুখ।
বিক্ষোভে আইনজীবীরা এ্যাড. সাইফুল হত্যার বিচার দাবীসহ ইসকন সংগঠনের কার্যক্রম বন্ধের আহ্বান জানান।
এম জি