বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুরোধে চট্টগ্রাম নগরীতে বাস চলাচলের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। শনিবার (৬ অগাস্ট) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি বেলায়েত হোসেন।
তিনি জানান, বিআরটিএ’র অনুরোধে আমরা দুপুর থেকে গাড়ি নামাচ্ছি। তবে অল্প সময়ে জ্বালানি তেলের সাথে ভাড়ার সমন্বয় করে জানানো হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ। লিটার প্রতি পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি।
এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।
এদিকে, ভোর হতেই নগরীতে গণপরিবহনের দেখা মিলেনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিকরা সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিলেন। এতে চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। অফিসগামী মানুষরা মোড়ে মোড়ে যানবাহনের জন্য ভিড় করেছে।
সকালের দিকে কিছু গণপরিবহন চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের বিভিন্ন মোড়ে শ্রমিকেরা অবস্থান নিয়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়। সকাল ১০টায় নগরীর এ কে খান মোড়ে শ্রমিকেরা রাস্তায় নেমে লাঠিসোঁটা নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আগ্রাবাদ মোড়ে একই অবস্থা দেখা যায়।
কিছু কিছু গণপরিবহন চললেও ভাড়া স্বাভাবিকের চেয়ে বেশি গুনতে হয়েছে। ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা হয় বিভিন্ন স্থানে। একটা গাড়ি আসতে দেখলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কে কার আগে উঠবে তার প্রতিযোগিতা চলছিলো।