শ্রদ্ধা-স্মরণে দিনাজপুরের খানসামা উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ কমপ্লেক্স হলরুমে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার ভূমি মারুফ হাসান,কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, ওসি চিত্তরঞ্জন রায় প্রমুখ।