Top

চপল আহামেদের হাসি কান্নার সাথী এই গীটার

৩১ আগস্ট, ২০২২ ১:০৪ অপরাহ্ণ
চপল আহামেদের হাসি কান্নার সাথী এই গীটার
বিনোদন প্রতিবেদক :

“গীটারের তারে হায়, ব্যাথারা বেজে যায়”। জনপ্রিয় গানের এ লাইনটি অনেকেই শুনেছেন। লাইনটি বলে যায় অনেক কিছুর কথা। গানের কথার মতোই দুঃখ বেদনার কথা চপল আহামেদ বলেন গীটারের তারে। বলেন হাসি কান্নার কথা। বেদনা বা খুশির বার্তা দেন গীটার বাজিয়ে।

গীটার হাতে নিয়মিত শো করছেন দেশের নানা প্রানেত্ম। মঞ্চে বাজান জনপ্রিয় সব শিল্পীর পাশে। রেকর্ডিং ষ্টুডিওতেও থাকছেন নিয়মিত। নতুন নতুন গানে গীটারের সুর সৃষ্টি করছেন প্রতিনিয়ত।

চাঁদপুর জেলায় জন্ম হলেও বড় হয়েছেন ঢাকায়। বাবা মা এক বোনের ছোট সংসার নিয়ে বাস করেন ঢাকার অদুরেই সাভারে।

সময়ের ব্যস্ত এই গীটারিষ্ট জানান, করোনা পরবর্তী ধাক্কা সামলে দেশবাসী তেমন একটা স্বস্থিতে নেই। এতো কিছুর মাঝেও মানুষের মুখে তিনি হাসি দেখতে চান। গীটারের তারের সাথে সন্ধি করেই পথ চলার দিনগুলি কাটাতে চান তিনি।

 

শেয়ার