গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে নয়নপুর বাজারে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নয়নপুর বাজারের ঈমান আলী সুপার মার্কেটে এঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে বলে জানা যায়। অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে স্থানীয় লোকজন শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, ইফতেখার হোসেন চৌধুরী রায়হান জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নয়নপুর বাজারে ঈমান আলী সুপার মার্কেটে আগুন লাগে। এতে ৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।