Top

টাঙ্গাইলে পৌর উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

০১ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে পৌর উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রস্থ ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি পৌর উদ্যানের চারটি পুরনো কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্তনকৃত একটি গাছ ঘিরে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনকারীরা ৮ দফা দাবি উপস্থাপন করেন।

টাঙ্গাইল পৌরসভার মেয়রের কাছে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- শহীদ স্মৃতি পৌর উদ্যানকে আগের রূপে ফিরিয়ে আনা, গাছের ডালও না কাটা, নতুন করে বৃক্ষরোপন, গাছের যত্ন ও তদারকির ব্যবস্থা করা, আগতদের বসার ব্যবস্থা করা, অবৈধ দোকান-পাট বসানো বন্ধ করা ইত্যাদি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ফাতেমা রহমান বিথী, মিনারুল ইসলাম, কানিজ ফাতেমা মিম, আবিদ হাসান তুষার, আতাউল ইসলাম তূর্য, হেমায়েত হোসেন হিমু ও সাম্য রহমান প্রমুখ। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের ছায়া দানকারী গাছ কাটাকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, যানজট নিরসন এবং রাস্তা প্রস্ততকরনের জন্য সরকারি বিধিমোতাবেক গাছগুলো কাটা হচ্ছে। যারা উন্নয়ন চান না। তারাই বিরোধীতা করছেন।

 

শেয়ার