Top
সর্বশেষ

দেড় ঘণ্টায় লেনদেন ৩৩০ কোটি টাকার

২৭ জানুয়ারি, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ
দেড় ঘণ্টায় লেনদেন ৩৩০ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায়  বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৭৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০ টির, দর কমেছে ৫২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, দর কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা।

শেয়ার