Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ইসরায়েলি সেনার গুলিতে চিকিৎসকসহ ২ ফিলিস্তিনি নিহত

১৪ অক্টোবর, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
ইসরায়েলি সেনার গুলিতে চিকিৎসকসহ ২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের পশ্চিমতীরের উত্তরাঞ্চলের শহর জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে চিকিৎসকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বছরের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিমতীরে অন্তত ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

জেনিনে সরকারি হাসপাতালের সামনে আজ শুক্রবার সকালে আব্দুল্লাহ আল-আহমাদকে গুলি করা হত্যা করা হয়। চল্লিশোর্ধ্ব আব্দুল্লাহ পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁর মাথায় গুলি করা হয়েছে বলেও জানায় ফিলিস্তিনি মন্ত্রণালয়।

অপর ঘটনায় শুক্রবার সকালে ফিলিস্তিনি যুবক মতিন দাবায়া (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দাবায়ারও মাথায় গুলি করে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে গত বছরে প্রতিষ্ঠিত স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘জেনিন ব্রিগেডস’ জানায়, নিহত দাবায়া তাদের সংগঠনের স্থানীয় কমান্ডার।

এদিনের অভিযানে আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানায় সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার সকাল ৮টায় হঠাৎ করে ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েক ডজন সাজোয়া যান জেনিন শহরে ঢুকে অভিযান শুরু করে। এর পরপরই দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযানে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি চালান।

সূত্র: আলজাজিরা

শেয়ার