Top
সর্বশেষ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ইসরায়েলি সেনার গুলিতে চিকিৎসকসহ ২ ফিলিস্তিনি নিহত

১৪ অক্টোবর, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
ইসরায়েলি সেনার গুলিতে চিকিৎসকসহ ২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের পশ্চিমতীরের উত্তরাঞ্চলের শহর জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে চিকিৎসকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বছরের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিমতীরে অন্তত ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

জেনিনে সরকারি হাসপাতালের সামনে আজ শুক্রবার সকালে আব্দুল্লাহ আল-আহমাদকে গুলি করা হত্যা করা হয়। চল্লিশোর্ধ্ব আব্দুল্লাহ পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁর মাথায় গুলি করা হয়েছে বলেও জানায় ফিলিস্তিনি মন্ত্রণালয়।

অপর ঘটনায় শুক্রবার সকালে ফিলিস্তিনি যুবক মতিন দাবায়া (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দাবায়ারও মাথায় গুলি করে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে গত বছরে প্রতিষ্ঠিত স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘জেনিন ব্রিগেডস’ জানায়, নিহত দাবায়া তাদের সংগঠনের স্থানীয় কমান্ডার।

এদিনের অভিযানে আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানায় সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার সকাল ৮টায় হঠাৎ করে ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েক ডজন সাজোয়া যান জেনিন শহরে ঢুকে অভিযান শুরু করে। এর পরপরই দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযানে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি চালান।

সূত্র: আলজাজিরা

শেয়ার