Top
সর্বশেষ

যুদ্ধবিরতির পর ‘নিরাপত্তা নিশ্চিতে’ ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন: জেলেনস্কি

২২ জানুয়ারি, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
যুদ্ধবিরতির পর ‘নিরাপত্তা নিশ্চিতে’ ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ‘নিরাপত্তা গ্যারান্টি’ হিসেবে ২ লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে এসব কথা বলেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার একদিন পর এসব বললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। কয়েক মাস ধরেই ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির পর ভবিষ্যতে রাশিয়ার যে কোনো হামলা থেকে সুরক্ষার জন্য ‘নিরাপত্তা গ্যারান্টি’ হিসেবে ইউরোপের মিত্র শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন।

এই ধরনের বাহিনী কেবল ইউক্রেনের প্রয়োজনীয় নিরাপত্তা গ্যারান্টির অংশ হবে বলেও জানান তিনি।

এদিকে শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার পরিকল্পনা করছেন জেলেনস্কি।

ইউক্রেনীয় নেতা বলেন, কিয়েভ তার এবং ট্রাম্পের মধ্যে একটি বৈঠক আয়োজনের জন্য কাজ করছে।

সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালানোর সময় বলেছিলেন যে তিনি দ্রুত ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন।

বিএইচ

শেয়ার