বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। এ আসরে পুনে ডেভিলসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করেই স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস।
ফিটনেসহীনতায় বাংলাদেশের ঘরোয়া দুটি টুর্নামেন্টে জায়গা হয়নি নাসির হোসেনের। তার পরেও টি-টেন লিগের চতুর্থ আসরে পুনে ডেভিলসের হয়ে সুযোগ পেয়েছেন। আর্ন্তজাতিক টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান ডেভিড মালান, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরদের মত বড় বড় তারকারা থাকলেও বাংলাদেশি এই অলরাউন্ডারকেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের গুরুভার। নাসির ছাড়াও একই দলে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান।
নাসিরের দল মাঠে নেমে যাচ্ছে আজই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।
টি-টেন লিগে খেলতে গত মঙ্গলবার আবুধারি পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা আফিফ হোসেন ও মেহেদী হাসান। এছাড়া মুক্তার আলী, নাসির হোসেন, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন আগেই আবুধাবিতে পৌঁছে গেছেন।
গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। মারাঠা অ্যারাবিয়ানস পরে তাসকিন ও মুক্তার আলীকেও দলে ভেড়ায়। যদিও এই দলে তাসকিনের পরিবর্তে দেখা যাবে সোহাগ গাজীকে। যেহেতু তাসকিন উইন্ডিজ সিরিজে খেলছেন। ফ্র্যাঞ্চাইজিটির আইকন থাকছেন শোয়েব মালিক। আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টেনে নিয়ে দলকে করা হয়েছে আরও শক্তিশালী। পরে যোগ করে ইংল্যান্ডের লরি এভান্সকেও।
এরপর বাংলা টাইগার্স ডাকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে। এই দলটির আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার ইসুরু উদানা। দলে আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ।
টুর্নামেন্টটি ২৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
পুনে ডেভিলস স্কোয়াড:
ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করন কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।