Top

সিরাজগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ভোট শূন্য সাত প্রার্থী

২০ অক্টোবর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ভোট শূন্য সাত প্রার্থী
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলার বিভিন্ন উপজেলায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৭ জন প্রার্থী একটি করে ভোটও পাননি। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে

শান্তিপূর্ণভাবে জেলার ৯টি উপজেলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২নং ওয়ার্ডে (সদর অঞ্চল) সদস্য পদে খালেদ মোশারফ শাওন নামে এক প্রার্থী হাতি প্রতীক নিয়ে

প্রতিদ্বন্দ্বীতা করে ১ ভোটও পাননি। ৩নং ওয়ার্ডের (কামারখন্দ উল্লাপাড়া অঞ্চল) সদস্য পদে আব্দুল আজিজ সরকার টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে ১ ভোটও পাননি। ৭নং ওয়ার্ডে (শাহজাদপুর অঞ্চল) সদস্য পদে মোঃ মিজানুর রহমান হাতি প্রতীক এবং সাহেব আলী উট পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে এ দুজন প্রার্থী একটি করে ভোটও পাননি।

৮নং ওয়ার্ডে (বেলকুচি অঞ্চল) সদস্য পদে মির্জা মোঃ শফিকুল ইসলাম শফি টিউবওয়েল প্রতীক নিয়ে ও মোঃ আব্দুল হামিদ আকন্দ তালা প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করে এ দুজন প্রার্থীও একটি করে ভোটও পাননি। এদিকে ৯নং ওয়ার্ডের (চৌহালী অঞ্চল) সদস্য পদে মোঃ রফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে ১ ভোটও পাননি। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলার ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদের বিপরীতে ২০টি এবং ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদের বিপরীতে মোট ৫২ জন মনোনয়নপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৮ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

শেয়ার