Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

চাদের প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা

২০ অক্টোবর, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
চাদের প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা
আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সালেহ কেবজাবোর দলীয় সদরদপ্তর পুড়িয়ে দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দ্রুত উত্তরণের আহ্বান দাবি করে বিক্ষোভকারীরা এ কর্মকাণ্ড ঘটান। পরে চাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ হামলা চালানো হয়। ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড রিনিউয়ালের (ইউএনডিআর) ভাইস প্রেসিডেন্ট সেলেস্টিন টোপোনা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিক্ষোভকারীরা সকালে তাদের সদরদপ্তরে ভাংচুর করে। পরে আগুন ধরিয়ে দেয়।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চাদে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু সেটি উপেক্ষা করে বৃহস্পতিবার ভোরে রাজধানী এনজামেনার রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা।

কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয়। তারা ১০০ জন বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করেন। এ সময় পুলিশ বল প্রয়োগ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে কয়েকজন আহত হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের দিকে গুলি ছুঁড়েছে। এ ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। কিন্তু এ দাবির সত্যতা পাওয়া যায়নি।

এসব ঘটনায় কোনো মন্তব্য জানায়নি চাদ সরকার। সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার