ইমরান খান তাকে পাঁচ বছর ভোটে নিষিদ্ধ করে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন।
প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় উপহার বিক্রির আর্থিক হিসাব সঠিকভাবে দিতে ব্যর্থ হওয়ার দায়ে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরানকে পাঁচ বছরের জন্য ভোটে অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইমরান খানের পক্ষে তাঁর আইনজীবী আলী জাফর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশনটি দাখিল করেন। আবেদনে নির্বাচন কমিশনের আদেশকে ‘ভুল ধারণা’ ঘোষণা করে তা বাতিলের আহ্বান জানানো হয় হাইকোর্টের প্রতি।
পিটিশনটি সোমবার গ্রহণ করবেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ।
নিয়ম অনুযায়ী, বিদেশিদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রীর তথ্য মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হয়। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপহারের বিষয়ে ‘মিথ্যা বিবৃতি ও ঘোষণা’ দিয়েছেন। এতে তাঁকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর পাকিস্তানজুড়ে ইমরান সমর্থকদের বিক্ষোভ শুরু হয়।
সূত্র : দ্য ডন