Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত পরে জানাবে রাশিয়া

২৮ অক্টোবর, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত পরে জানাবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই হওয়া ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির ওই চুক্তিটির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে।

প্রথম দফায় ১২০ দিনের জন্য এ চুক্তি করা হয়েছিল। জাতিসংঘ এর মেয়াদ বাড়িয়ে এক বছর করতে চাইছে।

কিন্তু রাশিয়া বলছে, এ ব্যপারে সীদ্ধান্তের কথা আগামী ১৮ নভেম্বরের মধ্যে জানাবে জানিয়েছে রাশিয়া। খবর আনাদোলুর।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ চুক্তির একদিক শুধু বাস্তবায়ন হয়েছে। ইউক্রেন শস্য রপ্তানি করার সুযোগ পেলেও রাশিয়ার শস্য ও সার রপ্তানি করতে দেওয়া হচ্ছে না।

চুক্তির এ ধরনের এক পেশে বাস্তবায়ন হলে রাশিয়া এ ব্যাপারে ভেবে-চিন্তে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

শেয়ার