Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

৩০ জানুয়ারি, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এ কম্বল বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের খোঁজ খবর নেয়ারও দায়িত্ব রয়েছে পুলিশ সদস্যদের। হাড় কাঁপানো শীতে জেলা পুলিশ ও নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্তদের মাঝে ইতিমধ্যেই ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

এ ছাড়া জেলার সবকয়টি থানা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় শীতার্ত মানুষের মাঝে আরো এ কম্বল বিতরণ করা হবে। এ অনুষ্ঠানে পুলিশ সুপারের পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী পলি সুলতানা শান্তা, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম তফিজ উদ্দিন, ওসি বাহাউদ্দিন ফারুকী, ওসি (ডিবি) মিজানুর রহমান ও অনান্য পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে পুলিশ লাইন্স মাঠে এ কম্বল বিতরণের সময় পৌর এলাকার সরদারপাড়া মহল্লার বেদনা নামে এক বৃদ্ধার আকুতি শোনেন পুলিশ সুপার। এ সময় তাকে খাবারের ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেন।

শেয়ার