উত্তর মিশরের নীল ডেল্টায় এলাকায় একটি মিনিবাস উল্টে খাদে পড়ে অন্তত ১৯ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, শনিবার (১২ নভেম্বর) মিসরের আগা শহরের কাছে নীল ডেল্টায় এলাকার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ৩৫ যাত্রী বহনকারী বাসটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে যায়।
আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।
মিশরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। শহর বা গ্রামের রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা ও যানবাহন চলাচল যথাযোগ্য নিয়ম পালন করা হয় না বিধায় দুর্ঘটনা ঘটেই থাকে।
সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে দুর্ঘটনায় ৭ হাজার মানুষ মারা গেছে। গত জুলাই মাসে মধ্য মিশরে ২৫ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। এ সময় আহত হন ৩৫ জন। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।