Top

দেওয়ান আলমগীর মার্শালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

১৭ নভেম্বর, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ
দেওয়ান আলমগীর মার্শালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

জাতীয় শ্রমিক লীগ নীলফামারী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম দেওয়ান আলমগীর মার্শালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ নেতা ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি।

গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় চৌরঙ্গী মোড়ে দেওয়ান মার্শাল সরণিতে প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা ও তার কবর জিয়ারত করেন জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীরাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ট্রেড ফেডারেশন ও সিবিএ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতাজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর আ’লীগের সভাপতি আবুজার রহমান, নীলফামারী জেলা আ’লীগের সহসভাপতি মোঃ হাফিজুর রশিদ মন্জু, নীলফামারী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান,জেলা আ’লীগের কোষাধক্ষ্য মিজানুর রহমান, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তী, নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, জাতীয় শ্রমিক লীগ নেতা ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জাতীয় শ্রমিক লীগ নেতা আবু তালেব, মোকছেদ, মোঃ আরাফ, মো:মোরশেদসহ বিভিন্ন ট্রেড ফেডারেশন, সিবিএ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার