Top

সরিষাবাড়ীতে নানা আয়োজনে জাতীয় হাঁটা দিবস পালিত

১১ জানুয়ারি, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে নানা আয়োজনে জাতীয় হাঁটা দিবস পালিত
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) :

“সুস্থ রাখতে দেহ যন্ত্র, হাঁটাই হোক মূল মন্ত্র” এ প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার উদ্যোগে সরিষাবাড়ী প্রেস ক্লাব এলাকায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সরিষাবাড়ী প্রেস ক্লাব থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মনির এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, উপজেলা ঔষধ প্রতিনিধি সংস্থা (ফারিয়া) সহ-সাধারণ সম্পাদক দেল খোরশেদ আলম, যুগান্তর প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, কালের কন্ঠ ও ৭১ টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত।

এছাড়া যায়যায়দিন প্রতিনিধি বাদশা ভূঁইয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম, আজকের বিজনেজ বাংলাদেশ প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভির মিজানুর রহমান, আমার সংবাদ প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন, আজকালের খবর প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক খবর প্রতিনিধি আনিছুর রহমান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি স্বপন মাহমুদ, আমাদের অর্থনীতির প্রতিনিধি মাসুদ রানা, সিএনএন বাংলা টিভির সাঈদ মাহমুদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেয়।

বিএইচ

শেয়ার