Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

সরিষাবাড়ীতে অপহৃত ইউপি সদস্য নুরুল উদ্ধার

৩০ ডিসেম্বর, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে অপহৃত ইউপি সদস্য নুরুল উদ্ধার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে অপহৃত ইউপি সদস্য নুরুল ইসলামকে ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা মহিষা বাতান যমুনা নদীর দুর্গম চরাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া। ইউপি সদস্য নুরুল ইসলাম পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর নুরুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। দুই দিন আগে পিংনা রাধানগর এলাকায় শ্বশুর বাড়িতে আসে। রবিবার বিকালে কয়েকজন দুর্বৃত্ত তার শ্বশুর বাড়িতে গিয়ে জোরপূর্বক ঘরে ঢুকতে চায়। এসময় স্ত্রী লতিফা বেগম বাধা দিলে তাকে মারধর করে হাত-পা বেঁধে রেখে ইউপি সদস্য নুরুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন ৯৯৯ ফোন দিলে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

অভিযান চালিয়ে পিংনার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে আহত অবস্থা নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে ইউপি সদস্য নুরুল ইসলামের স্ত্রী লতিফা বলেন, আমার স্বামী বাড়ীতে আসার পর সে মোবাইলে কথা বলতে বলতে বাইরে যায়। এ সময় কে বা কারা তাকে দেখে ফেলে। কিছুক্ষণ পর ১০-১২ জন দুষ্কৃতিকারী এসে আমাদের বাড়ী ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, আহত অবস্থায় নুরুল ইসলাম নামে একজন রোগী হাসপাতালে আসে। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি পিংনা ইউপি সদস্য নুরুল ইসলামকে অপহরণের করা হয়েছে। এসময় নলসন্ধ্যা মহিষা বাতান যমুনা নদীর দুর্গম চরাঞ্চল এলাকায় অভিযান চালায় পুলিশ। দুই ঘণ্টা অভিযানের পর আহত অবস্থায় ইউপি সদস্য নুরুল ইসলামকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এম জি

শেয়ার