দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে “চতুর্থ শিল্প বিল্পব:আমাদের প্রস্তুতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব, মোঃ আতিকুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও মহাপরিচালক বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনাব, মোঃ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুর রহমান, উপপরিচালক জনাব, মোঃ রাজু আহমেদ। বিশেষ উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মহোদয়ের সহধর্মিণী মোছাঃ মেরীনা জাহান তাসরীন।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের চীফ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টরসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে অতিথিবৃন্দরা চতুর্থ শিল্প বিল্পব নিয়ে সকলের সাথে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে, অতিথিবৃন্দরা দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট ক্যাম্পাস পরিদর্শন করেন।