সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঁদা দাবিসহ ৪৭ মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সানোয়ার হোসেন সানুকে (৩৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সানু সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্ধসঢ়;বায়ক ও শহরের ধানবান্ধী মহল্লার বাসিন্দা।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সানু ধানবান্ধী মহল্লার একটি পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
এ অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের আরো ৪৭টি মামলা আছে এবং ৭টি মামলার আদালতের ওয়ারেন্ট রয়েছে। এসব মামলার সে পলাতক আসামি ছিল বলে তিনি উল্লেখ করেন।