Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

সাতক্ষীরায় কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

০১ ফেব্রুয়ারি, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 
সাতক্ষীরা প্রতিনিধি :

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাতক্ষীরায় কুষ্ঠ দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে `সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা এমওডিসি ডা. মেহুবুবা রহমান। আরও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. জিয়াউর রহমান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. সুদেঞ্চা সরকার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন।

এ সময় কুষ্ঠ পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন টিএলএমআইবি প্রকল্পের কর্মকর্তা খালেকুজ্জামান। সভায় কুষ্ঠ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহবান জানানো হয়।

এছাড়া এ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার