বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা জমায়েত হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও পরিচয় প্রকাশের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, “ইসকনের অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সারজিস-হাসনাতের ওপর ট্রাকচাপার ঘটনা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের নায়কদের ওপর যে কোনো আক্রমণ হলে দেশের ছাত্রসমাজ তা প্রতিহত করবে। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে।”
জাবি শাখা ছাত্রশিবির কর্মী রাকিব হাসান বলেন, “স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে যারা দেশকে নতুন পথে এগিয়ে নিয়েছে, তাদের ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। দেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে দেওয়া যাবে না।”
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ট্রাকচাপার শিকার হন। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
এনজে