Top

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. রফিকুল

২৭ নভেম্বর, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. রফিকুল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সালের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ববির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলাম।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি সাময়িকভাবে এ পদে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, এ পদে থাকা অবস্থায় তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। একইসঙ্গে ববির সিএসসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সালকে প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যহতি প্রদান করা হলো।

এর আগে, ড. রাহাত হোসেন ফয়সাল ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার পদত্যাগপত্রটি পেয়েছি। পদত্যাগের অন্য কারণ থাকতে পারে। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন, আমি শুধু এটুকুই জানি।

বিএইচ

শেয়ার