Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০১ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফুড ভিলেজ প্লাস হোটেলের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গতকাল রোববার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নখার পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ ওয়াজেদ আলী (৩৬), একই উপজেলার ধনশালা গ্রামের মোঃ খায়বার আলীর ছেলে মোঃ তাহারুল ইসলাম (২৬) ও গাজীপুর জেলা সদরের গাজীপুরা দক্ষিন পাড়া গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ আফাজ উদ্দিন (৩৮)।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টায় উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮৫ বোতল ফেন্সিডিল, নগদ ৫৩ হাজার টাকা ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার