Top

পঞ্চগড়কে দেশের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: আব্দুল হান্নান শেখ

২৩ নভেম্বর, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
পঞ্চগড়কে দেশের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: আব্দুল হান্নান শেখ
পঞ্চগড়কে দেশের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আগামি দিনে কাজ করবেন বলে জানিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল হান্নান শেখ। বৃধবার পঞ্চগড় জেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, কাজী মাহামুদুর রহমান ডাবলু, ফারুক আলম টবি, তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক চিশতি,দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিকসহ জেলা  পরিষদের নবনির্রাচিত সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা পরিষদকে বাংলাদেশের রোল মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যানের সাথে ঐক্যমত হয়ে একযোগে কাজ করার অঙ্গিকার করেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যরা।

 

শেয়ার