Top
সর্বশেষ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির

২৪ নভেম্বর, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির
আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনির। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন।

পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয় জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাঁদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ। ২০১৮ সালের সেপ্টেম্বরে দুই তারকা জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলেও দুই মাস পর তিনি দায়িত্ব নেন।

রয়টার্স বলছে, আসিম মুনির সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় সামরিক বাহিনী ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে কথিত বিরোধ বাড়তে পারে। এ বছরের শুরুতে তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য সেনাবাহিনীকেই দায়ী করেন ইমরান খান।

এদিকে, আসিম মুনিরকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, ‘এটি যোগ্যতা, আইন ও সংবিধান অনুযায়ী হয়েছে।’

শেয়ার