পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনির। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন।
পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয় জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাঁদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ। ২০১৮ সালের সেপ্টেম্বরে দুই তারকা জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলেও দুই মাস পর তিনি দায়িত্ব নেন।
রয়টার্স বলছে, আসিম মুনির সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় সামরিক বাহিনী ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে কথিত বিরোধ বাড়তে পারে। এ বছরের শুরুতে তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য সেনাবাহিনীকেই দায়ী করেন ইমরান খান।
এদিকে, আসিম মুনিরকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, ‘এটি যোগ্যতা, আইন ও সংবিধান অনুযায়ী হয়েছে।’