সুনামগঞ্জের তাহিরপুরে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তোলায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সাংবাদিক কামাল হোসেন রাফি জাতীয় পত্রিকা দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
স্থানীয় এক সাংবাদিক আবির হোসেন জানান, যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক কামাল। সেখানে ঘটনার সত্যতা পেয়ে ছবি তোলেন তিনি।
এ সময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারী চক্রের মাহমুদুল, রইছসহ কয়েকজন তাকে মারধর শুরু করে। পরে তাকে পাশের ঘাগটিয়া চকবাজারে গাছের সঙ্গে বেঁধে আবার বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সেখান থেকে তাকে ছাড়ানো হয়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করেছে। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।