Top
সর্বশেষ
আপিলে জামিন পেলেন না হলমার্কের জেসমিন ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

আ. লীগ ও বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

২৮ নভেম্বর, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
আ. লীগ ও বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান
চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাবেক মেয়র মাহফুজ হকের বাড়ি ও পৌর বিএনপির আহবায়ক আমানত গাজীর মার্কেটসহ উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, চাঁদপুর ওসি ডিবি মোঃ মহিউদ্দিনসহ সেনা, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলা সদরসহ গোবিন্দপুর উত্তর – দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়েছে।

যৌথ বাহিনী, এ সময় ফরিদগঞ্জের পৌর এলাকার চরকুমিরা ও পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ হকের বাড়িতে এবং পৌর বিএনপির আহবায়ক আমানত গাজীর মার্কেটে অভিযান চালায়।

অভিযানের বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

এনজে

শেয়ার