Top

গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

২৪ নভেম্বর, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

বিয়ে করতে অস্বীকার করায় কিশোরী প্রেমিকাকে গণধর্ষণের পর হত্যার দায়ে প্রেমিক আবুজারসহ ৫ আসামীর আমৃত্যু কারাদণ্ড প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ৫ আসামীর মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেন।

আমৃত্যু দন্ডপ্রাপ্তরা হলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের হাজীপাড়া তালপট্টি গ্রামের শামসুল আলমের ছেলে আবুজার, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, মতিয়ার রহমানের ছেলে নাজির হোসেন, মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান ও হান্নানের ছেলে আলমগীর হোসেন। রায় ঘোষণার সময় আসামী আলমগীর আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানাও জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি আবুজারের সাথে কিশোরী শাহিনার প্রেমের সম্পর্ক ছিল। শাহিনা তাকে বিয়ের কথা বললে সে টালবাহানা শুরু করে। শাহিনা প্রেমের সম্পর্কটি তার বাবা-মাসহ গ্রামাবাসীকে জানিয়ে দেবে হুমকি দিলে আবুজার শাহিনাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ১৪ মে শাহিনাকে বাড়িতে একা পেয়ে আবুজার কৌশলে তাকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সে তার বন্ধুরা মিলে শাহীনকে গণধর্ষণ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পার্শ্বে ধইঞ্চা ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায়।

পরদিন ১৫ মে স্থানীয়রা শাহিনার লাশ ধইঞ্চা ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে গংগাচড়া থানায় থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শাহীনার বাবা আইয়ুব আলী ওইদিন গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম আবুজারসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য প্রমান শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আদালত ৫ আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এম এ জাহাঙ্গীর আলম তুহিন বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায় ভবিষ্যতে এমন অপরাধ করা থেকে মানুষকে বিরত রাখবে বলে আমি মনেকরি।

শেয়ার