Top

খানসামায় মুজিব কর্ণার উদ্বোধন

২৭ নভেম্বর, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
খানসামায় মুজিব কর্ণার উদ্বোধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণ করে রাখতে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে স্থানীয় সাংসদ এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি মুজিব কর্ণারের উদ্বোধন করেন।

নবনির্মিত এই বঙ্গবন্ধু কর্নারে শোভা পেয়েছে দুর্লভ সব আলোকচিত্র। সেখানে শুধুমাত্র শস্যদানা দিয়ে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন, রাষ্ট্রপরিচালনা সব পর্যায়ের ছবি দিয়ে কেন্দ্রটি সাজানো হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, তাঁর ছবি এবং অন্যান্য স্মৃতিচিহ্ন রয়েছে এই কর্ণারে। যেখানে গিয়ে মানুষ বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি সম্পর্কে জানতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

শেয়ার