Top

বিমানবন্দরে যাত্রী ও নিরাপত্তা সদস্যের সংঘাতের ঘটনায় তদন্ত কমিটি

১১ জানুয়ারি, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
বিমানবন্দরে যাত্রী ও নিরাপত্তা সদস্যের সংঘাতের ঘটনায় তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও নিরাপত্তা সদস্যের মধ্যে সংঘাতের ঘটনায় একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি তদন্তের রিপোর্ট জমা দিবে।

এর আগে, গত বুধবার আনুমানিক রাত সোয়া দুইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ক্যানোপি ২ এর সামনে যাত্রী ও নিরাপত্তা সদস্যের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। দুইজন যাত্রী কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে কর্তব্যরত অবস্থায় শারীরিকভাবে আঘাত করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্ত মোতাবেক জানা গেছে, পাঁচ জন আগমনী যাত্রীর একটি দল বিমানবন্দরের কার্যক্রম শেষ করে ক্যানোপি দুই এলাকা দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এক জন ট্রলি সহ ক্যানোপি দুই এর গেট এর ঠিক সম্মুখভাগে অবস্থান করলে অত্র গেইটে সকল আগমনী যাত্রীর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ওই সময় অত্র এলাকায় আগমনী যাত্রীদের চাপ বেশি থাকায় কর্তব্যরত এক জন নিরাপত্তাকর্মী বিনীতভাবে উক্ত যাত্রীকে কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করলে তিনি তাতে কর্ণপাত না করে দাঁড়িয়ে থাকেন।

পরবর্তীতে কিছুক্ষণ পরে ঐ নিরাপত্তা কর্মী পুনরায় ওই যাত্রীকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে গেলে তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে পড়েন এবং অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় কর্তব্যে নিয়োজিত আরও একজন নিরাপত্তা কর্মী উল্লেখিত যাত্রীকে শান্ত করার চেষ্টা করলে এক পর্যায়ে ঐ যাত্রীর পুত্র (একই ফ্লাইটের যাত্রী, যিনি পেছনে অবস্থান করছিলেন) ঘটনাস্থলে এসে বিমান বাহিনীর নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেন। যাত্রীবৃন্দ ঐ নিরাপত্তাকর্মীকে কিলঘুষি মারা শুরু করলে তাদের মধ্যে ধ্বস্তাধস্তি হয় এবং ওই নিরাপত্তা কর্মী মাটিতে লুটে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি মোকাবেলায় অত্রস্থলে নিয়োজিত আনসার এবং এভিয়েশন সিকিউরিটি এর সদস্যবৃন্দ এগিয়ে এসে লুটে পড়া নিরাপত্তা কর্মীকে ঐ যাত্রীর হাত থেকে মুক্ত করা হয়।

এই ঘটনায় জড়িত যাত্রীকে পরবর্তী কার্যক্রমের জন্য বিমানবন্দরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যাত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে তাকে অর্থদন্ড প্রদান করেছেন।

উল্লেখ্য, প্রতিবছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মিলিয়ন যাত্রী ধারণ সক্ষমতার বিপরীতে প্রায় ১২ মিলিয়ন যাত্রী আগমন এবং বহির্গগমন করে থাকেন। বেবিচক কতৃপক্ষ সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে যথাযথ সমন্বয়পূর্বক প্রত্যহ প্রায় ৩০০টির অধিক আন্তর্জাতিক ও আভ্যন্তরিক ফ্লাইটে ৪০ হাজারের অধিক যাত্রী সাচ্ছন্দ্যে ভ্র্রমণ করে থাকে।

বিএইচ

শেয়ার