Top

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্য গ্রেফতার 

১১ জানুয়ারি, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্য গ্রেফতার 
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণির নিয়োগ পরিক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
আজ শনিবার পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বহিস্কার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবু সায়েম মন্ডল (২৩) রাশেদ আহমেদ রিদয় (২২) আসাদুজ্জামান (২১) শাহ সুলতান (২৫) ।
বিষয়টি স্বীকার করেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম।
তিনি বলেন, পরিক্ষায় প্রক্সি দিতে দুইজন  ও ডিভাইস চক্রের দুইজন আটক করা হয়েছে। পরে তাদের  সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ টি ও হিসাব সহকারী ৩ টি শুন্যপদের বিপরীতে পরীক্ষা চলছিল আজ। লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় নেওয়া হয়। চাকরিপ্রত্যাশী আটককৃতদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। তারা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে পরীক্ষা দিতে আসছিলেন।
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সুত্র জানায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ টি শূন্যপদের বিপরীতে  তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী তিনটি  শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেন।
এর আগে গত ৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
বিএইচ
শেয়ার