সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাক্তন সংসদ সদস্য, প্রাক্তন জেলা পরিষদ প্রশাসক, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তার পরিবারের সদস্য কতৃক মৃত্যুর খরব ছড়িয়ে পড়ে। পরে জানানো হয় তিনি লাইফ সাপোর্টে আছেন। রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
তিনি রাজধানী ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাতক্ষীরার জেলা প্রশাসক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়।
জানা গেছে, সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাদ জোহর সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনসুর আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।