আ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতা ও সিওক হেলথকেয়ারের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর মর্ডান মোড়ে কমিউনিটি চক্ষু হাসপাতালে আ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতা এর ইনফরমেশন সেন্টারের উদ্ধোধন করা হয়।
উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, কমিউনিটি চক্ষু হাসপাতালে চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল, আ্যাপোলো মাল্টিস্পেশালিটি কলকাতা হাসপাতালের সিইও রানা দাস গুপ্তা হাসপালতটির রেডিয়েশন অনকোলোজিষ্ট ডাঃ সাইমন পাল,কার্ডিও থোরাসিক ও ভাস্কুলার সার্জন সুশান মুখোপাধ্যায় সিওক হেলথকেয়ার ও বেগম রোকেয়া ফাওন্ডেশনের চেয়ারম্যান নুর-ই- আলম সিদ্দিক কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল ফরিদ আলম ও সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ লেলিন।
উদ্ধোধনী অনুষ্টানে আ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতা চিকিৎসকরা জানান, রংপুরে এই হাসপতালের ইনফরমেশন সেন্টার খোলার কারনে টেলি কনফারেন্সের মাধ্যমে যে কোন ধরনের চিকিৎসা সেবা পাবেন। আ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে এমআইসিএস হলো হৃদপিন্ডে অস্ত্রোপচারের নতুন একটি পদ্ধতি।
ওপেন হার্ট সার্জারীতে ৮ থেকে ১০ ইঞ্চি কাটার বদলে দেড় থেকে তিন ইঞ্চি কাটলেই কাজ করা যায়। আ্যাপোলো মাল্টিস্পেশালিটি কলকাতা হাসপাতালের সিইও রানা দাস গুপ্তা বলেন, হাসপাতালটি বিশ্বের আধুনিক হাসপাতালগুলোর একটি।