যথাযথ মর্যাদায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালনের উপলক্ষে প্রস্তুতি সভা ডেকেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
আজ রোববার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এ সভায় আয়োজন করা হবে।
প্রস্তুতিমূলক এ সভায় সভাপতিত্ব করবেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
গত মঙ্গলবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিসহ বিআইএ, বিআইএফসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে সরকার।
বীমা খাতের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের ১ মার্চ প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় বীমা দিবস পালিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৩ সালের ১ মার্চ অনুষ্ঠিত হবে চতুর্থ জাতীয় বীমা দিবস।
বিপি/আজাদ